Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

Logo

নবাবগঞ্জে বিদ্যুতের ট্রান্সমিটার চুরি করতে গিয়ে আটক ৩

  1. প্রকাশিত : অক্টোবর, ২০, ২০২১, ১২:৫০ অপরাহ্ণ

 

নবাবগঞ্জে বিদ্যুতের ট্রান্সমিটার চুরি করতে গিয়ে আটক ৩

ওয়ায়েস কুরুনী
দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
গত ১৯( অক্টোবর) দিনাজপুরের নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদ এর নির্দেশ ক্রমে অত্র থানা পুলিশ থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা কালে গ্রেফতারি পরোয়ানা মূলে সাজা প্রাপ্ত আসামী মোঃ দবিরুল ইসলাম,পিতা-খলিলুর রহমান,সাং-নন্দনপুর,মোঃ হাবিবুর রহমান, পিতা-মৃত তইজ উদ্দিন,সাং-নন্দনপুর, উভয় থানা-নবাবগঞ্জ, জেলা- দিনাজপুরকে গ্রেপ্তার করেন। অপর দিকে থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা কালে থানাধীন ২নং বিনোদনগর ইউনিয়নের ডাংশের ঘাট হিন্দুপাড়া গ্রামের নবাবগঞ্জ টু আফতাবগঞ্জ গামী আঞ্চলিক পাকা রাস্তা সংলগ্ন হিন্দু পাড়া মোড়ে বৈদ্যতিক ট্রান্সমিটার চুরি করার সময় বৈদ্যতিক ট্রান্সমিটারের যন্ত্রাংশ ও একটি পুরাতন ব্যাটারী চালিত চার্জার ভ্যান সহ আসামী মোঃ সোহেল রানা(২৪),পিতা-মোঃ সাত্তার আলী,সাং-আহম্মদনগর,মোঃ ইউসুফ আলী(২২),পিতা-মোঃ আঃ রশিদ,সাং-জাটিহার এবং আইনের সহিত সংঘাতে জরিত শিশু মোঃ সজিব আহম্মেদ(১৬),পিতা-মোঃ সাইদুল ইসলাম,সাং-আহম্মদনগর ,সর্ব থানা- নবাবগঞ্জ,জেলা- দিনাজপুরগনকে গ্রেপ্তার করে থানায় হাজির হলে নবাবগঞ্জ থানার মামলা নং-১১/২৭৬, তাং-২০/১০/২১ রুজু করেন। উক্ত ধৃত আসামীগণকে অদ্য ২০/১০/২০২১ ইং তারিখ প্রয়োজনীয় কাগজপত্র সহ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ কোর্টে প্রেরণ করা হয়।